ঢাকা, ২৮ মার্চ বৃহস্পতিবার, ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০
good-food
৩৩৭

নন্দীগ্রামে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০১ ১১ জুলাই ২০২০  

নন্দীগ্রাম বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পরিদর্শকদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আলম জিন্নাহ্।

নন্দীগ্রাম বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পরিদর্শকদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আলম জিন্নাহ্।

 

মহামারি কোভিড-১৯ কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১১ জুলাই নন্দীগ্রাম উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের হলরুম ভদ্রাবতীতে সকাল ১০টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শারমিন জাহান বিউটি, ডা. মুশফিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু তাহের, নন্দীগ্রাম সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আঃ বারি বারেক, থালতামাঝগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি আঃ বারিক, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম সম্পাদক প্রভাষক আঃ রউফ উজ্জল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সহকারী শিক্ষক রুহুল আমিন রানা, পরিবার পরিকল্পনা সহকারী ফাতেমা বেগম, পরিদর্শন নাইদ আক্তার, আজিজুর রহমান,  এনামুল হক প্রমুখ।

 

উল্লেখ্য, পরিবার পরিকল্পনা সেবার সুষ্ঠ কাজের জন্য ৪নং থালতামাঝগ্রাম ইউপি চেয়ারম্যান ও পরিদর্শকদের মাঝে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।