ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
১০৪

পাকিস্তানে বন্যার্তদের জন্য ত্রাণ পাঠানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৩৮ ৩০ আগস্ট ২০২২  

পাকিস্তানে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশের পক্ষ থেকে ত্রাণ পাঠাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।

 

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ বন্যা। এরই মধ্যে আমি নির্দেশ দিয়েছি, সেখানে বন্যায় কী লাগবে সেটা দেখতে। বন্যা কবলিত এলাকায় শিশুরা খুব কষ্টে আছে। তাদের জন্য প্রয়োজনীয় খাবারসহ আর কী দেয়া যেতে পারে, সেগুলোর ব্যবস্থা করতে বলা হয়েছে। সে অনুযায়ী, আমরা পাকিস্তানে সহায়তা পাঠাবো।

 

শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধে আমরা জয়ী হয়েছি। সেই হিসাবে তাদের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে। সেটাই আমরা পালন করছি। জাতির পিতা এটা আমাদের শিখিয়েছেন। আমরা সবসময় আর্তমানবতার সেবায় তাদের পাশে থাকবো।  

 

উল্লেখ্য, পাকিস্তানে স্মরণকালের ভয়াবহ বন্যায় প্রায় ১২শ’ মানুষের মৃত্যু হয়েছে। দেশটি বন্যার্তদের সাহায্যার্থে ত্রাণ সহায়তা কামনা করেছে।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর