ঢাকা, ০৬ মে মঙ্গলবার, ২০২৫ || ২৩ বৈশাখ ১৪৩২
good-food
২২৪

‘প্রধানমন্ত্রীকে না করা যায় না’: তামিম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৯ ৭ জুলাই ২০২৩  

নানা নাটকীয়তার পর অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তামিম ইকবাল খান। মূলত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধেই অবসর ভেঙেছেন তিনি। অবসর ভাঙার পর তামিম বললেন, প্রধানমন্ত্রী অনুরোধ করলে নারাজ থাকা যায় না।

শেখ হাসিনা অবসর ঘোষণার একদিন পর তামিম ইকবালকে গণভবনে ডাকেন। শুক্রবার (৭ জুলাই) শেখ হাসিনা, নাজমুল হাসান পাপন, তামিম ইকবাল ও মাশরাফী বিন মোর্ত্তজার মধ্যে প্রায় সাড়ে ৩ ঘণ্টার বৈঠক হয়। এরপর গণভবন থেকে তারা বের হলে তামিম অবসর ভাঙার কথা প্রকাশ করেন।


অবসর ভেঙে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তামিম। শেখ হাসিনা ও তার স্ত্রী আয়েশা ইকবালের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে না করা যায় না।’

অবশ্য তামিম অবসর ভাঙলেও এখনই ফিরছেন না মাঠে। চট্টগ্রামে বর্তমান সিরিজে আর মাঠে নামছেন না। আপাতত দেড় মাসের মতো বিশ্রামে থাকবেন। আগামী এশিয়া কাপ থেকে আবারো লাল সবুজ জার্সিতে মাঠ মাতাবেন দেশসেরা ওপেনার। একই সঙ্গে আগের মতো ওয়ানডেতে অধিনায়কের দায়িত্বও পালন করবেন।

বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে বসে অবসরের ঘোষণা দেন তামিম। অবসরের সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, ‘যে খেলোয়াড়দের সঙ্গে আমি (বয়সভিত্তিক, প্রিমিয়ার লিগ, ন্যাশনাল লিগ, জাতীয় দল) খেলেছি, তাদের সবাইকে ধন্যবাদ, বিশেষ করে জাতীয় দলে যারা ছিলেন। ক্রিকেট বোর্ডকেও অবশ্যই, তারা আমাকে লম্বা সময়ের জন্য জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে, অধিনায়কত্ব করার সুযোগ দিয়েছে।’

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর