ঢাকা, ১২ জানুয়ারি সোমবার, ২০২৬ || ২৮ পৌষ ১৪৩২
good-food
৩৫৬

ফেনীতে লংমার্চে বহিরাগতদের হামলা, আহত ৮

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:১৪ ১৭ অক্টোবর ২০২০  

'ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ' শীর্ষক লংমার্চে কর্মীদের ওপর ফেনীতে হামলার ঘটনা ঘটেছে। এতে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অনিক রায়সহ ৮-৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বিজয়, শাহাদাত, শাওন অভির নাম জানা গেছে। শনিবার দুপুরে শহরের খাজুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নেতারা জানান, বেলা  ১২টার দিকে তারা শহীদ মিনারের সামনে সমাবেশ করে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক দিয়ে পাগলা মিয়া সড়কে অপেক্ষমান বাসের দিকে যাচ্ছিলেন। এসময় খাজুরিয়া এলাকায় কতিপয় যুবক তাদের ওপর লাঠি হাতে হামলা চালায়। এতে ৮-৯ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। 

 

এর আগে ট্রাংক রোডে পুলিশের সাথে হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় পুলিশ জোটের তিন কর্মীকে মারধর করলে উত্তেজনার সৃষ্টি হয়। কর্মীদের প্রতিরোধের মুখে পড়ে পুলিশ থেকে সরে যায়।