ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৪৫০

ফেসবুক এজেন্টের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির মামলা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:২৪ ১৩ আগস্ট ২০২০  

৯৩ লাখ টাকার ভ্যাট ফাঁকি দেওয়ায় ফেসবুকের স্থানীয় এজেন্টের বিরুদ্ধে মামলা করেছে ভ্যাট নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বৃহস্পতিবার এ মামলা করা হয়। প্রতিষ্ঠানটি আরো অনিয়মের সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখছে ভ্যাট গোয়েন্দা সংস্থা।

 

ভ্যাট নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, ভ্যাট গোয়েন্দারা তদন্তে গিয়ে দেখতে পান, ফেসবুকের এজেন্ট এইচটিটিপুল যে ঠিকানা জানিয়েছে, সেখানে বাস্তবে কোনো প্রতিষ্ঠান নেই।প্রতিষ্ঠানের কোনো কার্যক্রম নেই। অথচ প্রতিষ্ঠানটি জনগণের কাছ থেকে ভ্যাট খাতে অর্থ আদায় করেছে।  একটি টাকাও সরকারের কোষাগারে জমা দেয়নি। এভাবে অস্তিত্বহীন প্রতিষ্ঠান মিথ্যা তথ্য দিয়ে সরকারকে ঠকিয়েছে। 

 

তিনি বলেন, আমাদের কাছে দাবি করা হয়েছে, প্রতিষ্ঠানটি অফিস পরিবর্তন করেছে। কিন্তু ভ্যাট আইন অনুসারে অফিস পরিবর্তন করতে হলে ভ্যাট অফিসকে জানাতে হবে। তাদের এই পরিবর্তনের কোনো নোটিশ আমাদের দেওয়া হয়নি। 

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর