ঢাকা, ২৮ আগস্ট বৃহস্পতিবার, ২০২৫ || ১২ ভাদ্র ১৪৩২
good-food
৫৯৫

বগুড়ায় হাসপাতাল থেকে করোনাজয়ী ৫ জনকে গানে গানে বিদায়

রিপন দাস, বগুড়াঃ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪৭ ৬ মে ২০২০  

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা ও কর্মচারীরা করোনাজয়ীদের ফুল দিয়ে বিদায় জানান।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা ও কর্মচারীরা করোনাজয়ীদের ফুল দিয়ে বিদায় জানান।

বগুড়ায় করোনা ভাইরাসকে জয় করে বাড়ি ফিরলেন আরও ৫ জন। এর আগে আরও ২ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল থেকে মোট সুস্থ্য হলেন ৭ জন।

 

কভিড-১৯ পজিটিভ ৫ রোগীর পরপর ২টি নমুনা (আরটি-পিসিআর) পরীক্ষা করে নেগেটিভ হওয়ায় তাদেরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

 

আজ মঙ্গলবার (৬ মে) দুপুর ২টায় হাসপাতালে তাদের গানে গানে বিদায় জানানো হয়। এই ৫ জনই বগুড়ার এবং এদের চারজনই ঢাকা ও নারায়নগঞ্জ থেকে ফেরার পর করোনায় আক্রান্ত হন।

 

এদের মধ্যে বগুড়ার সায়িাকান্দি উপজেলার নারচি গ্রামের মো: রিপন (২৫) নারায়নগঞ্জ পপুলার ডায়াগনস্টিকে কর্মরত ছিলেন। তিনি ২২ এপ্রিল হাসপাতালে ভর্তি হন। সোনাতলা উপজেলার আচারের পাড়ার গৃহিনী কোহিনুর (৪৭) ঢাকায় বেড়াতে গিয়ে করোনায় আক্রান্ত হন। তিনিও ২২ এপ্রিল হাসপাতালে ভর্তি হন। ধুনট উপজেলার মুথরাপুর এলাকার গার্মেন্টস কর্মী নূরনবী (২৮) গত ২৩ এপ্রিল হাসপাতালে ভর্তি হন। সারিয়াকান্দির গণকপাড়ার কলেজ শিক্ষক মামুনুর রশিদ (২৮) ঢাকা থেকে ফিরে করোনায় আক্রান্ত হলে ২৪ এপ্রিল তিনি হাসপাতালে ভর্তি হন। আর বগুড়া সদরের সুবজবাগের সেলস ডিস্ট্রিবিউটর জাহিদুল ইসলাম ভর্তি হন ৩০ এপ্রিল।

 

এছাড়াও করোনা সন্দেহ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া সবুজবাগের বেজালার মৌসুমী (২৮) নমুনা নেগেটিভ হওয়ায় তাকেও ছুটি দেয়া হয়েছে।

 

হাসপাতালের চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা ও কর্মচারীরা Òআমরা করবো জয়Ó গানে গানে করোনা জয়ীদের ফুল দিয়ে বিদায় জানান।

 

সুস্থ্য হওয়া ৫ রোগীকে হাসপাতালে থেকে বিদায় দেয়ার সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জেলা প্রশাসন প্রত্যেককে ১০ হাজার টাকার চেক তুলে দেন।

 

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক মোঃ শফিক আমিন কাজল জানান, করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় পরপর নির্দিষ্ট সময়ের ব্যবধানে দুই বার নমুনা নেগেটিভ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে।

 

জানা গেছে, কোন চিকিৎসক করোনায় আক্রান্ত না হলেও একজন নার্সের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে।

 

তবে হাসপাতালে এ পর্যন্ত করোনায় চিকিৎসা চলাকালীন সময়ে কেউ মারা যাননি। এছাড়াও আক্রান্ত রোগীর চিকিৎসা নিয়ে কোন ধরনের অভিযোগ করেনি বলেও জানান স্বজনেরা।

 

এর আগে হাসপাতাল থেকে সৃস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন রংপুরের বাসিন্দা শাহ আলম এবং বগুড়ার আদমদীঘি উপজেলার শাওইল গ্রামের পুলিশ কনস্টেবল মোঃ আহসান হাবীব।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর