ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
১৭৮

বর্ষাকালে খুশকি দূর করার সহজ ৩ টোটকা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:২৫ ৩১ জুলাই ২০২২  

এখন বর্ষাকাল, রাস্তার কাদাপানি বাদে অনেকেরই প্রিয় এই ঋতু। তবে এই সময় দেখা দেয় অনেক সমস্যাও। এর মধ্যে একটি বর্ষাকালে খুশকি। তবে এই খুশকি তাড়াতে শ্যাম্পুর বদলে কাজে আসতে পারে কিছু সহজলভ্য জিনিস। যাতে খুশকিও দূর হবে। চুলও ভাল থাকবে।

 

অনেকেই সারা বছর খুশকির সমস্যায় নাজেহাল হতে হয়। বর্ষাকালে মাথা ভিজে থাকে বলে নিয়মিত শ্যাম্পু করতে পারেন না অনেকেই। ফলে আরও বাড়ে বিড়ম্বনা। চুল আঁচড়াবার সময় চিরুনি তো বটেই, খুশকির হাত থেকে রেহাই পায় না জামাকাপড় বা বালিশও। 

 

চলুন দেখে নেওয়া যাক কোন সহজলভ্য জিনিসগুলো খুশকি দূর করতে কজে আসবে-

রসুনের খোসা ছাড়িয়ে নিন, কয়েকটি কোয়া ছাড়িয়ে রাখুন। তার পর মিনিট পাঁচেক ওই রসুনের কোয়া আধকাপ অলিভ অয়েলের মধ্যে দিয়ে গরম করতে বসান। মিশ্রণ ঠান্ডা করে মাথার তালুতে মালিশ করুন। এর পর পানি দিয়ে খুব ভাল করে চুল ধুয়ে নিন। সপ্তাহে দু’বার এই ভাবে সাফ করতে পারেন চুল।

 

পেঁয়াজের রসও খুশকির সমস্যা দূর করতে বেশ কার্যকর। পেঁয়াজে থাকে ফাইটোকেমিক্যাল নামক যৌগ যা খুশকি দূর করতে সহায়তা করে। একটি মাঝারি মাপের পেঁয়াজ অর্ধেক কেটে তার রস বের করে ছেঁকে নিন। এক ঘণ্টা সেই রস মাখিয়ে রাখুন মাথার ত্বকে। অল্প শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিন। দূর হয়ে যেতে পারে খুশকি।

 

অ্যালোভেরা বা ঘৃতকুমারী ত্বক ও চুলের অসংখ্য সমস্যার সমাধান। গোসলের ঘণ্টাখানেক আগে অ্যালোভেরার জেল মাথার তালুতে ভাল করে মালিশ করুন। তার পর হালকা শ্যাম্পু দিয়ে খুব ভাল করে মাথা ধুয়ে নিন। সপ্তাহে দু’বার এই টোটকা মেনে চললে খুশকি দূর হতে পারে। সেই সঙ্গে বাড়তে পারে চুলের জেল্লাও।