ঢাকা, ০৭ মে বুধবার, ২০২৫ || ২৪ বৈশাখ ১৪৩২
good-food
২১০

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ সরাসরি সম্প্রচার করবে যে চ্যানেল

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:১৬ ৭ মে ২০২৩  

বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ সরাসরি সম্প্রচারিত হবে কিনা এ নিয়ে ছিল সংশয়। অবশেষে কেটে গেছে সেই শঙ্কা। সিরিজ শুরুর দিন তিনেক আগে সিরিজটি সরাসরি সম্প্রচার করার কথা জানিয়েছে প্রিমিয়ার স্পোর্টস। এক বিবৃতিতে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড এ তথ্য নিশ্চিত করে। 


আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে যে, দেশটিতে প্রিমিয়ার স্পোর্টস বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ সম্প্রচার করবে। পুরো বিশ্বব্যাপী কোন চ্যানেল সম্প্রচার করবে সেটি এখনও জানানো হয়নি। ফলে, বাংলাদেশ থেকে কোন চ্যানেলের মাধ্যমে খেলা দেখা যাবে সেটি এখনও নিশ্চিত নয়। 

 

আয়ারল্যান্ডের পাশাপাশি নর্থ আমেরিকায়ও দেখা যাবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ। উইলো টিভি সরাসরি সম্প্রচার করবে নর্থ আমেরিকাতে। এছাড়া ভারতে খেলা দেখাবে ফ্যানকোড। 

 

উল্লেখ্য যে, আসন্ন এই সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে চেমসফোর্ডের ক্লাউডি কাউন্টি গ্রাউন্ডে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯, ১২ ও ১৪ মে। এই সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে পারলে আইসিসি ওয়ানডে সুপার লিগে ৩০ পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে আইরিশরা।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর