ঢাকা, ০৭ মে বুধবার, ২০২৫ || ২৪ বৈশাখ ১৪৩২
good-food
২২৪

বিশ্বকাপের দল গঠন প্রক্রিয়া শুরু: নান্নু

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৫২ ১০ এপ্রিল ২০২৩  

আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের পর এবার অ্যাওয়ে সিরিজের পালা। ওয়ানডে সুপার লিগের অংশ হলেও নির্ভার হয়েই সিরিজটা খেলবে টাইগাররা। কারণ, এরই মধ্যে বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগেই এখন চূড়ান্ত দল নির্বাচনের চ্যালেঞ্জ নির্বাচকদের সামনে। 

 

আগামী মাসে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের জন্য অবশ্য এরইমধ্যে দলও ঘোষণার কাজ সেরে ফেলেছে বাংলাদেশ। রোববার (৯ এপ্রিল) বিকেলে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল।

 

মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেনদের বাদ দিয়ে দল ঘোষণা করেছে বাংলাদেশ, আর প্রথমবারের মতো টাইগার স্কোয়াডে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী। মূলত কন্ডিশনকে গুরুত্ব দিয়েই দল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচকরা।

 

রোববার বিকেলে দল ঘোষণার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘ওখানকার কন্ডিশন কিন্তু অনেক চ্যালেঞ্জিং। সেটা চিন্তা করে ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে কন্ডিশন অনুযায়ীই দল গঠন করা হয়েছে।’

 

ইংল্যান্ডের প্রতিকূল পরিবেশের সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়রা দ্রুত মানিয়ে নেবে বলে মনে করেন নান্নু, ‘এখন আমাদের দল আগের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। আমাদের এখন যথেষ্ট সামর্থ্য আছে দ্রুত মানিয়ে নেয়ার। যতই চ্যালেঞ্জ হোক, আশা করি ওরা দ্রুত মানিয়ে নিতে পারবে।’

 

এদিকে, এশিয়া কাপের আগে আর মাত্র দুটি ওয়ানডে সিরিজ পাচ্ছে বাংলাদেশ। আয়ারল্যান্ড সিরিজের পর জুনে আফগানিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা। এই দুই সিরিজ দেখেই এশিয়া কাপের দল ঠিক করতে চান নির্বাচকরা। আর এশিয়া কাপের দলকেই যে বিশ্বকাপে খেলতে পাঠানো হবে, তা তো আগেই জানিয়ে রেখেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

 

নান্নু জানান, নির্বাচক প্যানেল এরই মধ্যে শুরু করে দিয়েছে দল নির্বাচন প্রক্রিয়া। তিনি বলেন, ‘আমরা একটা পুল করেছি। সেখানে কিছু খেলোয়াড়কে আমরা সুযোগ দিয়েছি। আশা করি এশিয়া কাপের আগেই বিশ্বকাপের দলটা করে ফেলব। এর আগে আমরা খেলোয়াড়দের সব ধরনের পারফরম্যান্স বিবেচনা করব। কাউকে চোখের আড়াল করা হবে না।’

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর