ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৩৫৯

ভারতের সংস্কৃতির অপূরণীয় ক্ষতি হলো, বাংলায় টুইট মোদির

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৮ ১৫ নভেম্বর ২০২০  

অবশেষে পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে চলে গেলেন কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়। রবিবার দুপুর সোয়া ১২টায় ৮৬ বছর বয়সে কলকাতার বেলভিউ হাসপাতালে মারা যান তিনি। 

 

গুণী অভিনেতার মৃত্যুতে বাংলা চলচ্চিত্র ও নাট্যজগতে নেমে এসেছে শোকের ছায়া। অন্য অঙ্গনের মানুষকেও তা নাড়া দিয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়ে বাংলায় টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

তিনি লিখেছেন, শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ চলচ্চিত্র জগত, পশ্চিমবঙ্গসহ ভারতের সাংস্কৃতিক পরিমণ্ডলে এক অপূরণীয় ক্ষতি। তাঁর কাজের মধ্যে বাঙালির চেতনা, ভাবাবেগ ও নৈতিকতার প্রতিফলন পাওয়া যায়। তাঁর প্রয়াণে আমি শোকাহত। শ্রী চট্টোপাধ্যায়ের পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই। ওঁ শান্তি।

 

এদিকে,টুইটারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ফেলুদা আর নেই। অপু বিদায় বলেছেন। বিদায় সৌমিত্র (দা) চট্টোপাধ্যায়। উনি একজন কিংবদন্তি।  বাংলা,  ভারতীয় এবং আন্তর্জাতিক চলচ্চিত্র মহান অভিনেতাকে হারাল। তাকে খুব মিস করব আমরা। বাংলা চলচ্চিত্র জগৎ অভিভাবকশূন্য হয়ে পড়ল।

সৌমিত্র আর নেই

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর