ঢাকা, ০৬ মে মঙ্গলবার, ২০২৫ || ২৩ বৈশাখ ১৪৩২
good-food
৪৮৯

মন ভালো নেই পাপনের

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:০১ ১০ জুলাই ২০২৩  

হোমগ্রাউন্ডে আফগানিস্তানের বিপক্ষে ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরেছেন সাকিব-লিটনরা। দিনের ব্যবধানে ভারতের কাছে হারের তিক্ত স্বাদ পেয়েছেন জ্যোতিরা। পুরুষ-নারী উভয় দলের পরাজয় মাঠে বসেই দেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

 

এর আগে আফগানিস্তানের বিপক্ষে কখনও ওয়ানডে সিরিজ হারেনি বাংলাদেশ। তবে চট্টগ্রামে সব হিসাব-নিকাশ পাল্টে গেছে। ইতোমধ্যে টানা দুই হারে সিরিজ হেরেছে স্বাগতিকরা। মাঠে বসে তা প্রত্যক্ষ করেছেন পাপন।

 

৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে হারে টাইগাররা। পরের খেলায় আফগানদের কাছে ১৪২ রানে হেরেছে তারা। এতে একটি বাকি থাকতেই ৩ ম্যাচ সিরিজ খুইয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। 

 

শনিবার (৮ জুলাই) বন্দরনগরীতে ছেলেদের হার দেখে পরদিন মিরপুর শেরেবাংলায় বাংলাদেশ-ভারতের মেয়েদের ম্যাচ দেখতে আসেন পাপন। এখানেও হতাশ হয়েছেন তিনি। বাসায় ফিরেছেন মন খারাপ করে।

 

রোববার (৯ জুলাই) মাঠ থেকে বেরিয়ে গাড়িতে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পাপন। তিনি বলেন, ছেলে-মেয়েদের হারে আমার মন খারাপ। শুধু তাই নয়, বাংলাদেশের সবার মন খারাপ।

 

এদিন ভারতের বিপক্ষে ৭ উইকেটে হেরে সিরিজে ১-০তে পিছিয়ে পড়েছে নিগার সুলতানা জ্যোতির দল। সাকিবদের তুলনায় ক্রিকেটে তাদের উন্নতি কম। তবে এশিয়া কাপ জয়ের কীর্তি আছে সালমা-জাহানারদের।

 

এসব ছাপিয়ে নারীদের বেশি সুযোগ দিতে না পারার কথা কথা স্বীকার করেছেন বিসিবি বস। তিনি বলেন, আমরা তাদের পর্যাপ্ত সুবিধা দিতে পারি না। তবে চেষ্টা চলছে।

 

দীর্ঘ ১১ বছর পর মিরপুরে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এ পরিস্থিতিতে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ব্যাকফুটে চলে গেলো তারা।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর