ঢাকা, ০৬ মে মঙ্গলবার, ২০২৫ || ২৩ বৈশাখ ১৪৩২
good-food
১৪০৬

মিরপুর টেস্টে চালকের আসনে বাংলাদেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩৬ ১৫ জুন ২০২৩  

সফরকারী আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনেও আধিপত্য বিস্তার করেছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টাইগাররা দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৩৪ রান তুলতেই শেষ হয়েছে দ্বিতীয় দিনের খেলা। প্রথম ইনিংসে ২৩৬ রানের লিড থাকায় বাংলাদেশ এখন ৩৭০ রানে এগিয়ে।

৫ উইকেটে ৩৬২ রান নিয়ে সকালে আজকের খেলা শুরু করেছিল বাংলাদেশ।


 আফগানিস্তানের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ প্রথম ইনিংস ৩৮২ রানে গুটিয়ে যায়। পরে বল হাতে  দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। মাত্র ১৪৬ রানেই গুটিয়ে যায় সফরকারী দল। ৪৭ রানে ৪ উইকেট নেন ইবাদত হোসেন। এ ছাড়া শরীফুল, মিরাজ ও তাইজুল নেন ২টি করে উইকেট।
৩৬ রানে এগিয়ে থেকে ফলোঅন করানোর সুবর্ণ সুযোগ পেয়েও সে পথে হাঁটেনি বাংলাদেশ। টাইগাররা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। এর কারণ- ক্ষতবিক্ষত উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাট করতে চায়নি বাংলাদেশ।


দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৩৪। নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান দুজনই ৫৪ রানে অপরাজিত আছেন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর