ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
১২৩

মিয়ানমার থেকে কাউকে এদেশে ঢুকতে দেয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৫৪ ৩ সেপ্টেম্বর ২০২২  

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমার থেকে আর কাউকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না। সেজন্য সীমান্তে সতর্ক অবস্থানে আছে বিজিবি।

 

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে চা শ্রমিকদের ভার্চুয়াল মতবিনিময় উপলক্ষে সিলেটের লাক্কাতুরা বাগানে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

 

এ কে মোমেন বলেন, মিয়ানমারে আবারও সংঘাত হচ্ছে। কিছু লোকজনকে দেশটি ছেড়ে যেতে বলা হয়েছে। ফলে অত্যাচারীরা এদেশে আসতে পারে। তবে আমরা সর্তক আছি।

 

তিনি বলেন, মিয়ানমারের ঘটনাটি আমরা পর্যবেক্ষণ করছি। সরকার যথাযথ পদক্ষেপ নেবে। বাংলাদেশ সীমান্তের ভেতরে আবার দেশটির গোলা এসে পড়েছে। এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটলো।

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বিতীয় দফায় মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা বান্দরবান সীমান্তে পড়েছে। এ বিষয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে আলাপ করেছি। তারা আশ্বস্ত করেছে, এমন দুর্ঘটনা আগামীতে ঘটবে না।

 

এদিন সকালে বান্দরবানের তুমব্রু সীমান্তে বিজিবির আওতাধীন সীমান্ত পিলার ৪০-৪১-এর মাঝামাঝি স্থানে মিয়ানমার সেনাবাহিনীর দুটি যুদ্ধবিমান এবং ফাইটিং হেলিকপ্টার টহল দেয়। সেসময় তাদের যুদ্ধবিমান থেকে প্রায় ৮-১০টি গোলা ছোড়া হয়।

 

এর মধ্যে দুটি গোলা সীমান্ত পিলার ৪০ বরাবর আনুমানিক ১২০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে পড়ে। এ ঘটনার পর থেকে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি

 

এর আগে  রোববার (২৮ আগস্ট) বিকেলে মিয়ানমার থেকে নিক্ষেপ করা দুটি মর্টারশেল অবিস্ফোরিত অবস্থায় তমব্রু উত্তর মসজিদের কাছে পড়ে।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর