ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৪৪৬

মুজিববর্ষ উপলক্ষে চিড়িয়াখানায় প্রবেশ ফ্রি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৬ ৩০ অক্টোবর ২০২০  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১ নভেম্বর থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত প্রতি মাসের প্রথম রোববার দর্শনার্থীরা জাতীয় চিড়িয়াখানায় ফ্রি’তে প্রবেশ করতে পারবেন। এক্ষেত্রে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

 

শুক্রবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে আগামী রোববার থেকে রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে । করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে গত ২০ মার্চ জাতীয় চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

 

গত ১৫ অক্টোবর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলে দেয়ার ক্ষেত্রে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে ১০ ও দর্শনার্থীদের ৬টি শর্ত পালন করতে হবে। দর্শনার্থীদের পালনীয় শর্তগুলো হলো চিড়িয়াখানায় প্রবেশের ক্ষেত্রে অমোচনীয় রঙ দিয়ে চিহ্নিত বৃত্তাকার স্থানে অবস্থান করতে হবে। প্রবেশ গেটগুলোতে স্থাপিত জীবাণুনাশক টানেল ও ফুটবাথ ব্যবহার করতে হবে।

 

চিড়িখানার ভেতর প্রবেশের পর দিক নির্দেশক অনুসরণ করে একমুখী পথ ব্যবহার করতে হবে। বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে। চিড়িয়াখানায় খাবার নিয়ে প্রবেশ করা যাবে না। চিড়িয়াখানার ভেতরে এক জায়গায় ভীড় বা জটলা করা যাবে না।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর