ঢাকা, ২৭ আগস্ট বুধবার, ২০২৫ || ১১ ভাদ্র ১৪৩২
good-food
৪২৪

রিফাত হত্যা: অপ্রাপ্তবয়স্ক ১১ আসামির সাজা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:২৫ ২৭ অক্টোবর ২০২০  

বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির মধ্যে ৬ জনের ১০ বছর, ৪ জনের ৫ বছর ও ১ জনের তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আর ৩ জনকে খালাস প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন।

১০ বছরের কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- রিশান ফরাজী, রিফাত হাওলাদার, মো. আবু আবদুল্লাহ রায়হান, মো. ওলিউল্লাহ অলি, মো. নাইম, মো. তানভীর হোসেন। ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- জয় চন্দ্র সরকার চন্দন, নাজমুল হাসান, রাকিবুল হাসান নিয়ামত, মো. সাইয়েদ মারুফ বিল্লাহ মহিবুল্লাহ। তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে প্রিন্স মোল্লাকে। খালাসপ্রাপ্তরা হলেন- মারুফ মল্লিক, রাতুল সিকদার জয়, আরিয়ান হোসেন শ্রাবণ।

উল্লেখ্য, গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পরদিন রিফাতের বাবা মো. আবদুল হালিম দুলাল শরীফ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫-৬ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই বছর ১ সেপ্টেম্বর ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্ক দু’ভাগে বিভক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ।


গত ৩০ সেপ্টেম্বর এ মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় ঘোষণা করেন আদালত। রায়ে নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনের ফাঁসির আদেশ দেন বিচারক। আর বাকি চারজনকে বেকসুর খালাস প্রদান করেন।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর