ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
৯৮২

রোহিঙ্গাদের বাংলাদেশে পুশ ব্যাক করলো দিল্লি !

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:২৫ ১৯ জানুয়ারি ২০১৯  

বছরের শুরুতেই প্রায় তের শ রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশে ‘পুশ ব্যাক’ করেছে ভারত। 

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ এই শরণার্থীদের কক্সবাজারের শরণার্থী শিবিরে পাঠিয়ে দিয়েছে।

তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলছেন না ভারতীয় কর্মকর্তারা।

অন্যদিকে, নতুন বছরে সদ্য জিতে পর পর তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসা শেখ হাসিনা সরকারের কাছে এটি অবশ্যই ভালো খবর নয়।

রোহিঙ্গা শরণার্থীর প্রশ্নে নীতি নির্ধারণ করতে পারছে না মোদি সরকার — ঘরে বাইরে বার বার এই অভিযোগ উঠেছে। মিয়ানমারে তাদের ফেরত পাঠানোর সিদ্ধান্তের সমালোচনা করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা এবং অন্য আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।

সাউথ এশিয়া হিউম্যান রাইটস ডকুমেন্টেশন সেন্টারের কর্মকর্তা রবি নায়ার সম্প্রতি অভিযোগ করেন, ‘ভারতে বসবাসকারী রোহিঙ্গাদের জীবন দুর্বিষহ করে দিয়েছে সরকার।’সাম্প্রতিক এই ‘পুশ ব্যাক’-এর পর সমালোচনা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা বিষয়টি ভারতেরও গলার কাঁটা হয়ে দাঁড়াচ্ছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর