ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৪২৭

শেখ হাসিনা- নরেন্দ্র মোদির বৈঠক ডিসেম্বরের মাঝামাঝি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৫ ১৫ নভেম্বর ২০২০  

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আগামী ডিসেম্বরে ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকটি আগামী মাসের তৃতীয় সপ্তাহে হতে পারে। সম্ভাব্য তারিখ ১৬-১৭ ডিসেম্বর।

 

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে শনিবার (১৪ নভেম্বর, ২০২০) ভারতের বেসরকারি সংবাদ সংস্থা আইএএনএস এই তথ্য দিয়েছে। আগামী ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে মোদিকে বাংলাদেশে আসতেও আমন্ত্রণ জানিয়েছে সরকার।

 

এর আগে ২৮ সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে ডিসেম্বরে মুখোমুখি বৈঠকে বসবেন বন্ধুপ্রতীম দুই দেশের প্রধানমন্ত্রী। আর পরিস্থিতি ঠিক না হলে ভার্চ্যুয়াল বৈঠকে অংশগ্রহণ করবেন তারা।

 

তিনি বলেন, ভারত আমাদের পড়শী এবং ভালো বন্ধু। তাদের সঙ্গে আলোচনা করার মতো অনেক বিষয়ই রয়েছে আমাদের।

 

ওই সময় দুই নিকট প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠকে কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি সইয়েরও ইঙ্গিত দেন পররাষ্ট্রমন্ত্রী। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর