ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৪৪৬

সুবর্ণজয়ন্তী উৎসবে প্রথম যোগ দেবেন মালদ্বীপের প্রেসিডেন্ট

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৫৪ ১৫ মার্চ ২০২১  

মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহীম মোহম্মদ সোলিহ প্রথম বিশ্বনেতা হিসেবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে ১৭ মার্চ বাংলাদেশে পৌঁছবেন।


তিনি তিনদিনের সফরে বাংলাদেশে আসছেন। তার পরে নেপাল, শ্রীলংকা, ভূটান ও ভারতের রাষ্ট্র ও সরকার প্রধান পৃথক সময়সূচি অনুযায়ী আসবেন।


বঙ্গভবনের একজন মুখপাত্র বলেন, রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ওই দিন সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচআইএসএ) মালদ্বীপের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাবেন।


রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, সোলিহ বিকেল ৪টা ৩০ মিনিটে তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানেও যোগ দেবেন। বাংলাদেশের রাষ্ট্রপতিরও সেখানে যোগ দেবেন।


নির্ধারিত সফরসূচি অনুযায়ী বাংলাদেশ সফরের অংশ হিসেবে মালদ্বীপের প্রেসিডেন্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে বাংলাদেশ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। তিনি বঙ্গভবনে দর্শণার্থীদের বইয়ে স্বাক্ষর করবেন।


প্রেস সচিব আরো বলেন, এসময় দুই রাষ্ট্র প্রধানের উপস্থিতিতে কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউএস) স্বাক্ষরের কথা রয়েছে। পরে মালদ্বীপের প্রেসিডেন্ট বঙ্গভবনের দরবার হল গ্রাউন্ডে বাংলাদেশের রাষ্ট্রপতি আয়োজিত নৈশ্যভোজ ও মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন।


এদিকে, শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দ্র রাজাপাকসে দুইদিনের সফরে ১৯ মার্চ বাংলাদেশ পৌঁছবেন। নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী দুইদিনের সফরে ২২ মার্চ ঢাকা পৌঁছবেন। সফরসূচি অনুযায়ী ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ২৪ ও ২৫ মার্চ ঢাকা সফর করবেন। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৬ মার্চ ঢাকা পৌঁছবেন এবং ২৭ মার্চ দেশে ফিরে যাবেন।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর