ঢাকা, ১৮ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১
good-food
৪৯৬

স্বপ্নের পদ্মাসেতু পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে বৃহস্পতিবার

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২৫ ৯ ডিসেম্বর ২০২০  

পদ্মাসতেুর সংযাগের দূরত্ব আর মাত্র ১৫০ মিটার। ১২ ও ১৩ নম্বর পিলারের উপর শেষ স্প্যানটি বসলেই স্বপ্নের সেতুর দেখা পাবে বাংলাদেশ। মাওয়া ও জাজিরা প্রান্ত এক সুতোয় গেঁথে পরিপূর্ণ রূপে ৬ দশমিক ১৫ কিলোমিটার পদ্মাসেতুর মূল অবকাঠামো ভেসে উঠবে।

 

এখন পর্যন্ত সেতুর ৪০টি স্প্যান বসানো হয়েছে। বাকি আছে সর্বশেষ একটি স্প্যান। ৪১তম স্প্যানটি (২-এফ)  সেতুর ১২ ও ১৩ নম্বর পিয়ারের ওপর বসবে।  বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) স্প্যানটি বসানোর পরিকল্পনা নিয়েছে কর্তপক্ষ। 

 

বুধবার (৯ ডিসেম্বর) মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ার কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ডের স্টিল ট্রাস জেটি থেকে ১৫০ মিটার দৈর্ঘ্যের ধূসর রঙের স্প্যানটি  ভাসমান ক্রেন তিয়ান-ই-তে করে পিয়ারের উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে। 

 

পদ্মাসেতুর প্রকল্প ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান,  সব স্প্যান বসানো শেষ হতে যাচ্ছে। এ উপলক্ষে বিশেষ কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। তবে চীনা ঠিকাদার কোম্পানি নিজেদের নিয়মে ছোট একটি অনুষ্ঠানের আয়োজন করতে পারে।

 

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মাসেতু। সেই হিসাবে ৩ বছর ২ মাস ১০ দিনে বসানো হচ্ছে সেতুর সবক’টি স্প্যান। বন্যা, নদীভাঙন, চ্যানেলে নাব্য সংকট, করোনাভাইরাস মহামারিসহ নানা জটিলতা কাটিয়ে একে একে ৪০টি স্প্যান বসানো হয়। গত ৪ ডিসেম্বর বসে ৪০তম স্প্যান।

 

পদ্মাসেতু সংশ্লিষ্ট এক প্রকৌশলী জানান, সেতুর বড় চ্যালেঞ্জ ছিল পিলার ও স্প্যান বসানোর কাজ। এ দুটি কাজের সিংহভাগই নদীর ভেতরে করতে হয়। স্রোত, কুয়াশা, বন্যা এ কাজে প্রতিবন্ধকতা তৈরি করে আসছে। শেষ স্প্যানটি বসলে বাকি কাজ দ্রুতগতিতে এগিয়ে নেয়া সম্ভব হবে।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর