ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
১৯৩০

১২ বছর পর আবাহনী-মোহামেডান ফাইনাল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১০ ১৬ মে ২০২৩  

ফয়সাল আহমেদ ফাহিমের জোড়া গোলে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে উঠেছে আবাহনী লিমিটেড। মঙ্গলবার ( ১৬ মে) প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালের শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৩-০ গোলে হারিয়েছে তারা। আগামী ৩০ মে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের সঙ্গে ফাইনাল খেলবে ঐতিহ্যবাহী ক্লাবটি।

 

বিকেলে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলার ৩৯ মিনিটে দানিয়েল কলিনদ্রেস প্রথম গোল করেন। দ্বিতীয়ার্ধে ৫১ থেকে কুড়ি মিনিটের মধ্যে ফাহিম করেন দুগোল। ফলে ৩-০ তে লিড নেয় আবাহনী। শেষপর্যন্ত এই স্কোর লাইনেই খেলা শেষ করে।

 

এ নিয়ে ২০ বারের মতো ফেড কাপের ফাইনালে উঠল টুর্নামেন্টের সফলতম দল আহাবনী। ১২ বার চ্যাম্পিয়ন তারা। ২০০৯ সালে সর্বশেষ মোহামেডানের সঙ্গে ফাইনাল খেলেছিল আবাহনী।  সেবারও  চিরপ্রতিদ্বন্দীকে হারিয়ে শিরোপা জিতেছিল মোহামেডান।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর