ঢাকা, ০৭ মে বুধবার, ২০২৫ || ২৩ বৈশাখ ১৪৩২
good-food
৬৩৫

১৯৬০ সালের পর এমবাপ্পে প্রথম

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:৪৪ ১৬ মে ২০২৩  

কিলিয়ান এমবাপ্পের বৃহস্পতি এখন তুঙ্গে। মধুর সময় কাটাচ্ছেন তিনি। একের পর এক কীর্তি গড়ে চলেছেন ফরাসি উইঙ্গার। এবার লিগ ওয়ানে অনন্য রেকর্ড গড়লেন ২৪ বছর বয়সী ফুটবলার।

 

ক্রীড়াভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ইএসপিএনের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া  গেছে। এতে বলা হয়, গত শনিবার লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের তলানির দল আজাচ্চিওর বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পায় পিএসজি। এতে জোড়া গোল করেন এমবাপ্পে। এ পথে চলতি মৌসুমে লিগটিতে ২৫ গোল করেন তিনি।

 

তাতেই অনন্য ইতিহাস গড়ে ফেলেছেন ফ্রেঞ্চ তারকা। আধুনিক ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে লিগ ওয়ানের ৪ মৌসুমেই ২৫টি করে গোল করলেন এমবাপ্পে।  

 

এর আগে ১৯৫৯-৬০ মৌসুমে এ কৃতিত্ব দেখান থাডি সিসোস্কি।  

 

এবারের লিগ ওয়ানে সবশেষ ৫ ম্যাচে ৭ গোল করেছেন এমবাপ্পে। এর মধ্যে টানা ৫ খেলায় লক্ষ্যভেদ করেছেন তিনি।

 

এ নিয়ে চলমান মৌসুমে একনাগাড়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়লেন এমবাপ্পে। পাশাপাশি তার দীর্ঘ ক্যারিয়ারে একটানা দ্বিতীয় সর্বাধিক নিশানাভেদের কীর্তি এটি।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর