ঢাকা, ০৭ মে বুধবার, ২০২৫ || ২৪ বৈশাখ ১৪৩২
good-food
২২৫

৫ বলে ৫ ছক্কা মেরে কলকাতার নায়ক হলেন রিংকু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৪৪ ১০ এপ্রিল ২০২৩  

৫ বলে কলকাতার জয়ের জন্য দরকার ২৮ রান-এমন সমীকরণ নিয়ে কেইবা বাজি ধরতো! তবে স্বীকৃত টি–টোয়েন্টিতে এতদিন যা কেউ দেখেনি, সেটিই করে দেখালেন কলকাতা নাইট রাইডার্সের রিংকু সিং। গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচের শেষ ৫ বলে ৫ ছক্কা মেরে কলকাতাকে ৩ উইকেটের অবিশ্বাস্য এক জয় এনে দিলেন। 

 

স্বাগতিকদের ছুড়ে দেয়া ২০৫ রানের বিশাল টার্গেট তাড়া করে কলকাতা যেভাবে জিতল তা রীতিমতো অকল্পনীয়। শেষ ওভারে ২৯ রানের প্রয়োজন ছিল। রিংকু সিং টানা পাঁচ বলে ছক্কা হাঁকিয়ে উৎসবে মাতিয়েছেন কলকাতার সমর্থকদের। অসম্ভবকে সম্ভব করে ছাড়লেন রিংকু।

 

যশ দয়ালের করা শেষ ওভারে রীতিমতো টর্নেডো বইয়ে দিয়ে তিনি জেতান কেকেআরকে। ২১ বলে একটি চার ও ছয়টি ছক্কায় ৪৮ রানে অপরাজিত থাকেন তিনি। অষ্টম উইকেট জুটিতে ২১ বরে ৫২ রান যোগ করেন রিংকু ও যাদব।

 

তিন ম্যাচে দুটি জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেল কলকাতা। বাংলাদেশের তারকা লিটন দাস আজ কলকাতা রওনা হয়েছেন। ১৪ এপ্রিল কলকাতার পরের ম্যাচেই হয়তো তাকে মাঠে দেখা যাবে।


জীবনের অংকে কঠিন সমীকরণ মেলাতে হয়েছে রিংকু সিংকে। আলীগড়ের নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। ‘নুন আনতে পান্তা ফুরোয়’দশা। রিংকুর বাবা খানচাঁদ সিংহ গ্যাসের সিলিন্ডার বিলির কাজ করতেন। ছোট দুটি কামরায় চার ভাই-বোন এবং মা-বাবাকে নিয়ে ঠাসাঠাসি করে থাকতেন। দু’বেলা ঠিকমতো খাবারও জুটত না।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর