ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
৩২৩

৬ দিনেই ডেঙ্গু রোগী ছাড়িয়েছে দেড় হাজার

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:১৭ ৮ আগস্ট ২০২১  

চারিদিকে চলছে করোনা মহামারির মরণলীলা। এরই মাঝে আতঙ্ক হিসেবে আবির্ভূত হয়েছে ডেঙ্গু। মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত একদিনে আরও ২০৪ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী , শনিবার (৭ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৯৪ জন এবং ঢাকা মহানগরীর বাইরে ১০ জন রোগী ডেঙ্গুর চিকিৎসা নিতে এসেছেন।

 

যাতে দেখা যাচ্ছে, আগস্টের প্রথম ৬ দিনেই ১ হাজার ৬৬১ জনকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হল। জুলাই মাসে সব মিলিয়ে দেশে ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসা নিতে হাসপাতালে চিকিৎসাধীন হতে হয়েছে, যা এ মৌসুমে এক মাসের সর্বোচ্চ।

 

২০১৯ সালে বাংলাদেশে ডেঙ্গু মারাত্নক আকার ধারণ করায় এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন। পরের বছর মহামারির ভেতর তা অনেকটা কমে আসলেও হাসপাতালগুলো ১ হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী পেয়েছিল। মহামারীর প্রবল থাবার মধ্যে এবার জুলাই থেকে ডেঙ্গু রোগী বাড়তে থাকায় উদ্বেগে রয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

 

বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন ৯৯৭ জন ডেঙ্গু রোগী, যাদের ৯৫৮ জনই ঢাকা মহানগরীর। দেশে এ বছর চিকিৎসা নেওয়া ৪ হাজার ৩১৯ জন ডেঙ্গু রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৩১২ জন। এদিকে, ডেঙ্গুর উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যুর তথ্য এসেছে আইইডিসিআর এর কাছে।