ঢাকা, ১৯ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৫ || ৩ আশ্বিন ১৪৩২
good-food
৫২৭

ঈদে চ্যানেল আইতে আফজাল-অপির ‘রেখা’

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২৬ ১৯ মে ২০২০  

গভীর বেদনায় আজ পৃথিবী আচ্ছন্ন। তবুও থেমে থাকে না আনন্দ উৎসব। সামনে ঈদ। ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে ঊৎসব। তাই অন্ধকার সরিয়ে আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে ঈদ। এ আনন্দের ভাগিদার চ্যানেল আই তার দর্শকদের সঙ্গে হতে চায়। সুস্থ ও সুরক্ষিত থাকার জন্য এই দিনগুলোতে আমাদেরকে ঘরে অবস্থান করতে হচ্ছে। এ প্রতিকুলতার মধ্যে এবারের ঈদে দর্শকপ্রিয় ছোটকাকু সিরিজ থাকছে না।
 এবার এর পরিবর্তে চ্যানেল আই ৮ দিনব্যাপি দেখাবে আফজাল হোসেন এবং অপি করিম অভিনীত ৮ পর্বের নতুন ধারাবাহিক নাটক ‘রেখা’। পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আরিফ খান। ধারাবাহিকটি চ্যানেল আইতে প্রচার হবে ঈদুল ফিতরের দিন থেকে শুরু করে ঈদুল ফিতরের অষ্টম দিন পর্যন্ত। প্রচার হবে প্রতিদিন সন্ধা ৬টা ১০ মিনিটে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর