ঢাকা, ০২ জুলাই বুধবার, ২০২৫ || ১৭ আষাঢ় ১৪৩২
good-food
৪৭৬

নতুন খবর দিলেন মিথিলা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৫২ ৫ মার্চ ২০২০  

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা কলকাতার প্রখ্যাত নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেছেন মাস দুয়েক হলো। গেল মাসে তাদের বিবাহোত্তর সংবর্ধনা শেষ হয়েছে। সেই রেশ কাটিয়ে দুজনেই নিজেদের কাজে মনযোগ দিয়েছেন। 
এরই মধ্যে ভক্তদের সুখবর দিলেন মিথিলা। মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ওয়েব সিরিজ। এর নাম  ‘একাত্তর’। এটি পরিচালনা করেছেন তানিম নূর। শিগগির এটি ভারতীয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ‘হইচই’- এ মুক্তি পাবে।
ওয়েব সিরিজটিতে আরও দেখা যাবে বাংলাদেশের তারকা মোস্তফা মনোয়ার, ইরেশ যাকের, নুসরাত ইমরোজ তিশা, মোস্তাফিজুর নূর ইমরান, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, দীপান্বিতা মার্টিনসহ অনেককে।
নির্মাতা প্রতিষ্ঠান ‘হইচই’ জানিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ তাদের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘একাত্তর’। এর আগে বৃহস্পতিবার এর কলাকুশলীদের উপস্থিতিতে প্রকাশ করা হবে ফার্স্ট লুক।
প্রসঙ্গত, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণ করল ভারতীয় কোনো প্রতিষ্ঠান।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর