ঢাকা, ০১ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৬ || ১৭ পৌষ ১৪৩২
good-food

বিশ্বকাপ দল ঘোষণা আফগানিস্তানের, ফিরলেন যারা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২২ ৩১ ডিসেম্বর ২০২৫  

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বুধবার দল ঘোষণা করেছে আফগানিস্তান। ১৫ সদস্যের দলে ফিরেছেন নাভিন-উল-হক ও গুলবাদিন নাইব।আফগানদের নেতৃত্বে থাকছেন রশিদ খান। দলে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। 

নাভিন শেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বরে। তখন থেকে আন্তর্জাতিক ম্যাচেও দেখা যায়নি তাকে। সম্প্রতি কাঁধের চোট থেকে সেরে ওঠেছেন এই পেসার।  

নাভিন ও নাইবকে গত অক্টোবর-নভেম্বরে জিম্বাবুয়ে সফরে ছিলেন না। সেই সিরিজে না থাকা মোহাম্মদ ইশাক আছেন বিশ্বকাপ দলে। ২০ বছর বয়সী এই উইকেটরক্ষক এরপর মাত্র একটি টি-টোয়েন্টি খেলেন। সেই ম্যাচটি ছিল দোহায় কাতারের বিপক্ষে আফগানিস্তানের একমাত্র টি-টোয়েন্টি। 

২০২৬ বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়। ৭ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। পরেরদিন চেন্নাইয়ে আফগানিস্তান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। 

তার আগে এই সদস্যের দল নিয়ে ১৯ জানুয়ারি থেকে সংযুক্ত আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। 

আফগানিস্তান স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), নুর আহমেদ, আবদুল্লাহ আহমাদজাই, সেদিকুল্লাহ আতাল, ফজলহক ফারুকি, রহমানউল্লাহ গুরবাজ, নাভিন উল হক, মোহাম্মদ ইশাক, সেদিকুল্লাহ কামাল, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, দারউইশ রাসোলি, ইব্রাহিম জাদরান।

রিজার্ভ: আল্লাহ গজনফার, ইজাজ আহমাদজাই, জিয়া উর রহমান শরীফি। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর