ঢাকা, ১৭ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ৪ মাঘ ১৪৩১
good-food
১৯৫১

হাসপাতালে ভর্তি সাবিলা নূর

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২২ ১৫ সেপ্টেম্বর ২০২৩  

ডেঙ্গুতে আক্রান্ত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জ্বরে আক্রান্ত হলেও বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন এই অভিনেত্রী।

 

তবে মঙ্গলবার অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেয়া হয়। তবে এখন তার শারীরিক অবস্থা তুলনামূলক ভালো। বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন অভিনেত্রীর মা মুশরাত।

 

তিনি বলেন, ‘সাবিলা বাসায় ছিল। প্রথমে জ্বর ছিল। তাই বাসাতেই বিশ্রাম নিচ্ছিল, সঙ্গে চিকিৎসাও নিচ্ছিল। কিন্তু গত পরশু (মঙ্গলবার) তার প্রেশার লো হতে থাকে। আমরা খুবই চিন্তিত হয়ে পড়ি। দ্রুত হাসপাতলে ভর্তি করাই।’

 

তিনি আরও বলেন, ‘আপাতত সাবিলার অবস্থা কিছুটা ভালো। আশা করছি শিগগিরই সুস্থ হয়ে উঠবে। এখন আপনাদের সকলের দোয়া চাই।’

 

এদিকে বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে নিজের অসুস্থতার কথা জানান সাবিলা নূর। প্রিয় তারকার ডেঙ্গু আক্রান্তের খবর শুনে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্ত-অনুরাগীরা। সেই পোস্টে তার সুস্থতা কামনা করে মন্তব্য করেছেন তারা।

 

২০১৪ সাল থেকে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন সাবিলা নূর। তিনি অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং ও বিজ্ঞাপনে কাজ করেছেন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর