ঢাকা, ২৫ সেপ্টেম্বর সোমবার, ২০২৩ || ৯ আশ্বিন ১৪৩০
good-food
৪৯৫

বিএনপি প্রার্থী নজরুল গ্রেপ্তার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১৮ ১৬ ডিসেম্বর ২০১৮  

সাতক্ষীরা-৪ আসনে বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকাল পৌনে ৩টায় সাতক্ষীরার শ্যামনগরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা আব্দুল বারীকেও গ্রেপ্তার করে পুলিশ।

শ্যামনগর থানার ওসি আবুল কালাম বলেন, ১২টি নাশকতা মামলার চার্জশিটভুক্ত আসামি গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আর একাধিক নাশকতা মামলায় আব্দুল বারীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, ইসমাইলপুরে নিজ বাড়িতে দলীয় নেতাদের নিয়ে বৈঠক করছিলেন গাজী নজরুল। ওই সময় অভিযান চালায় পুলিশ। পরে গাজী নজরুল এবং উপজেলা জামায়াতের আমির আব্দুল বারীকে গ্রেপ্তার করা হয়। উভয়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে ২০ জনের মতো জামায়াত নেতা ধানের শীষ প্রতীকে ভোটে দাঁড়িয়েছেন। এবার এ আসনে বিএনপি প্রার্থী হন গাজী নজরুল। ২০০১ সালে আসনটিতে বিএনপি-জোটের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচিত হন তিনি। তবে ২০০৮ সালের নির্বাচনে মহাজোট প্রার্থী জাতীয় পার্টির গোলাম রেজার কাছে হেরে যান।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর