ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২০ কার্তিক ১৪৩২
good-food
৩৩৮

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৩৩ ২ মে ২০২২  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের প্রাক্কালে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এক মাস সিয়াম সাধনার পর আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর।

 

শেখ হাসিনা বলেন, ‘ঈদুল ফিতর মানেই খুশি ও আনন্দ। আসুন আমরা সবাই মিলে ঈদুল ফিতরের আনন্দ  উপভোগ ও ভাগাভাগি করি।

 

প্রধানমন্ত্রী ঈদ-উল-ফিতরের মহিমায়  উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করতে সকলের প্রতি  আহ্বান জানান। ‘ভালো থাকুন এবং নিরাপদ থাকুন, ঈদ মোবারক’ বলে বার্তাটি  শেষ করেন তিনি।  

 

বাংলাদেশের আকাশে গতকাল রোববার  ১৪৪৩ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী  মঙ্গলবার (৩ মে) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।