ঢাকা, ০১ জুলাই মঙ্গলবার, ২০২৫ || ১৬ আষাঢ় ১৪৩২
good-food
৬৭৫

সিনেমা ছাড়লেন শাকিল খান

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩৬ ২২ ফেব্রুয়ারি ২০২১  

১৯৯৭ সালে ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় নাম লেখান ঢাকাই ছবির এক সময়ের তুমুল জনপ্রিয় নায়ক শাকিল খান। ১০ বছরেরও কম সময় দারুণ জনপ্রিয়তা পান এই অভিনেতা। তবে দীর্ঘদিন ধরে সিনেমা থেকে দূরে রয়েছেন। বর্তমানে ব্যবসা ও সংসার নিয়েই তার ব্যস্ততা।

 

শাকিল খানের স্ত্রী শারমিন হোসেন একজন নারী উদ্যোক্তা। তার একটি বুটিক হাউজ রয়েছে। ক্রেতাদের অনুরোধে সোমবার স্বামীকে তিনি তার ব্যবসায়ীক ফেসবুক পেজ থেকে লাইভে আসেন। স্ত্রীর লাইভে সিনেমা থেকে দূরে থাকার কারণ জানান শাকিল খান এবং ব্যবসা করতে স্ত্রীকে উৎসাহ দেন।

 

শাকিল খান বলেন, এক সময় সিনেমা ছিল বাংলাদেশে বিনোদনের সবচেয়ে বড় একটি মাধ্যম। কিন্তু এমন একটা সময় এলো, যখন সিনেমা নিয়ে মানুষের খারাপ  ধারনা  সৃষ্টি হল তখন আমি সরে গেলাম। তিনি জানান, আমি সিনেমা থেকে সরে গেলাম। সবাই দোয়া করবেন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর