ঢাকা, ০৫ নভেম্বর বুধবার, ২০২৫ || ২০ কার্তিক ১৪৩২
good-food
২৪৭

১০ টাকায় টিকিট কেটে নিয়মিত চোখের পরীক্ষা করাচ্ছেন শেখ হাসিনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১৯ ২৯ নভেম্বর ২০২২  

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ অপথালমোলজি অ্যান্ড হাসপাতালের আউটডোর ১০ টাকার টিকিট কিনে সাধারণ রোগীর মতো চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসা নেয়ার জন্য মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ৮টায় শেরেবাংলা নগর হাসপাতালে যান তিনি।

 

নিয়মিত এ হাসপাতাল থেকে চোখের চিকিৎসা নিচ্ছেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেখানে পৌঁছার পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চক্ষু বিশেষজ্ঞ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা: গোলাম মোস্তফা। 

 

হাসপাতাল ত্যাগের আগে প্রধানমন্ত্রী সেখানকার চিকিৎসক ও নার্স এবং আউটডোর সেবা গ্রহণ করতে আসা লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন শেখ হাসিনা। পরে তাদের কাছে চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন এবং সবার সঙ্গে ছবি তোলায় অংশ নেন তিনি।