ঢাকা, ০৪ জুলাই শুক্রবার, ২০২৫ || ২০ আষাঢ় ১৪৩২
good-food
১৭৬৩

‘বিশ্ব টাউট’ চঞ্চল চৌধুরী

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৫ ৩ আগস্ট ২০১৯  

একটা সংঘবদ্ধ চক্র প্রেমের ফাঁদে ফেলে নারীদের অপহরণ কিংবা অনৈতিক সম্পর্কে জড়িয়ে ব্ল্যাকমেইল করে থাকে। বিভিন্ন স্থান থেকে এমন চক্রকে প্রায়ই আটক করে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারপরও থেমে নেই এ চক্রের তৎপরতা। সে চক্রের মূলহোতা অভিনেতা চঞ্চল চৌধুরী। ‘বিশ্ব টাউট’ শিরোনামের একটি নাটকে প্রতারক হিসেবে দেখা যাবে তাকে। এতে তার বিপরীতে অভিনয় করছেন সারিকা। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি নির্মাণ করেছেন সকাল আহমেদ। এ নাটকে নারী সংক্রান্তবিষয়ক সচেতনতার জন্য কিছু বার্তাও থাকবে। দেখানো হবে, অপরাধ করে কেউ পার পায় না। অভিনেত্রী সারিকাও চঞ্চলের মতো প্রতারক। ঈদুল আজহা উপলক্ষে নাটকটি বাংলাভিশনে প্রচার করা হবে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর