ঢাকা, ২৮ মার্চ বৃহস্পতিবার, ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০
good-food
২৫৩

যেসব গাছ ঘরের সৌন্দর্য বাড়ায়

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:১২ ২৫ সেপ্টেম্বর ২০২২  

বিভিন্ন ধরনের গাছ দিয়ে কম খরচে অনায়াসে বারান্দা বা ঘরের ভেতরে সৌন্দর্য বাড়ানো যায়। তবে ব্যস্ত নগর জীবনে ঘর-বাহির সামলে নিয়মিত গাছের যত্ন নেয়া সম্ভব হয় না। ফলে অনেক শখে কেনা গাছ মারা যায়। তবে এমন গাছও রয়েছে, যেগুলোর খুব বেশি যত্ন দরকার হয় না। জেনে নিন সেগুলো সম্পর্কে।

 

মানি প্লান্ট
ঘরের যেকোনও কোণে মানি প্লান্ট রাখতে পারেন। সোবার ঘর থেকে রান্নাঘর-সবখানেই এই লতানো গাছ মানায়। পথোস প্রজাতিকে অনেকে মানি প্লান্ট নামে চেনেন। ডাইনিংয়ে ফ্রিজের ওপর, বসার ঘরের বইয়ের তাক, সব জায়গাতেই শোভা বাড়ায় এটি। টবে বা রঙিন কাচের বোতলে পানিতেও রাখা যায় মানি প্লান্ট।

 

স্পাইডার প্লান্ট 

আর্দ্র পরিবেশে বেশি বাড়ে এই গাছ। তবে মাঝে মাঝে আলোর প্রয়োজন হয়। ঘরের যে জানালা দিয়ে অল্প রোদ আসে, সেখানে স্পাইডার প্লান্ট রাখা যায়।

 

স্নেক প্লান্ট
যেখানে আলো ঢোকে না সেখানেও বেড়ে ওঠে এই গাছ। বেশি পানিও দিতে হয় না। নানা রকম স্নেক প্লান্ট পাওয়া যায়। ঘরের চেহারা বদলে দিতে পারে এই গাছ।

 

ব্যাম্বু প্লান্ট
ছোট চীনা বাঁশ গাছ পানিতেই বাড়ে।  কম আলোয় এগুলো বেঁচে থাকে। বসার ঘরের সেন্টার টেবিলের ওপর বা অন্য ঘরে সাজিয়ে রাখতে পারেন ব্যাম্বু প্লান্ট বা লাকি ব্যাম্বু প্লান্ট।