ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
৬৯৫

রোদে পোড়া ত্বকের যত্ন যেভাবে নেবেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৩৮ ১০ ফেব্রুয়ারি ২০২১  

রোদে পুড়ে ত্বক বিবর্ণ হয়ে গেছে? কালচে ছোপ ছোপ দাগও দেখা যায় পুড়ে যাওয়া ত্বকে। ঘরোয়া যত্নে কীভাবে সারিয়ে তুলবেন এই ধরনের ত্বক, জেনে নিন সেটা।

 

বাথটাবের পানিতে মুঠোভর্তি বেকিং সোডা মিশিয়ে ত্বক ভিজিয়ে রাখুন ২০ মিনিট।

 

সাদা ভিনেগারে তোয়ালে ডুবিয়ে রোদে পুড়ে যাওয়া ত্বকে চেপে চেপে লাগান কিছুক্ষণ।

 

গ্রিন টি লিকারে তুলা ডুবিয়ে আক্রান্ত ত্বকে লাগান।

 

রোদে পুড়ে যাওয়া ত্বকে টক দই লাগিয়ে রাখুন ১০ মিনিট।

 

কিছুক্ষণ অ্যালোভেরা জেল লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

 

টমেটো চাকা করে কেটে ঘষুন ত্বকে। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

 

আলু ছেঁচে লাগিয়ে রাখুন ত্বকে। ১০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
 

লাইফস্টাইল বিভাগের পাঠকপ্রিয় খবর