ঢাকা, ০৯ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২৫ ভাদ্র ১৪৩২
good-food
৬৪৬

হোয়াইটওয়াশই লক্ষ্য নিয়ে আজ লড়বে বাংলাদেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:১৪ ২৫ জানুয়ারি ২০২১  

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আজ সোমবার (২৫ জানুয়ারি) সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগাররা। 

অধিনায়ক তামিম ইকবাল জানান, দলে কিছুটা পরিবর্তন আসতে পারে।  তিনি সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের ঘুরে দাঁড়ানোর বিষয়ে দলকে সতর্ক করে দিয়েছেন। এমনিতেই প্রথম দু ম্যাচ জেতায় বেশ আত্মবিশ্বাসী অধিনায়ক তামিম।

শেষ ওয়ানডেতে বাংলাদেশ একাদশে দুইটি পরিবর্তন আসতে পারে। প্রথম দুই ম্যাচে একাদশে জায়গা না পাওয়া ক্রিকেটারদের সুযোগ দেবে টিম ম্যানেজমেন্ট। শেষ ওয়ানডেতে অভিষেক হতে পারে শেখ মেহেদী হাসানের। তাকে জায়গা দিতে গিয়ে বাদ পড়তে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ।

প্রথম দুই ম্যাচে ভালো বোলিং করেও উইকেটের দেখা পাননি রুবেল হোসেন। শেষ ওয়ানডেতে জায়গা হচ্ছে না। তার পরিবর্তে একাদশে জায়গা পাবেন পেস অলরান্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। 

সম্ভাব্য একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর