ঢাকা, ২৮ মার্চ বৃহস্পতিবার, ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০
good-food
৮০২

বিএনপির এমপি হারুন জামিন পেলেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫৪ ২৮ অক্টোবর ২০১৯  

বিএনপির এমপি হারুনুর রশীদকে ৬ মাসের অন্তবর্তী জামিন দিলেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. শওকত হোসেনের একক বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন।
আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মিজানুর রহমান ও সাংসদ হারুনের স্ত্রী সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।
২০০৫ সালে শুল্কমুক্ত গাড়ি এনে তা বিক্রি করে অর্থ আত্মসাত করেন হারুন। এ ঘটনায় ২০০৭ সালে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই মামলায় সম্প্রতি তাকে ৫ বছর কারাদণ্ড দেন আদালত।
এ মামলায় আরো দুজন সাজাপ্রাপ্ত হন। তারা হলেন ব্যবসায়ী এনায়েতুর রহমান ও গাড়ি ব্যবসায়ী ইশতিয়াক সাদেক।
এর আগে গত ২১ অক্টোবর বিএনপির যুগ্ম মহাসচিব ও সাংসদ হারুনকে কারাগারে পাঠান আদালত। পাশাপাশি তাকে ৫০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।