ঢাকা, ০৪ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২০ কার্তিক ১৪৩২
good-food
১২১৮

বিশ্বকাপের সেরা অধিনায়ক মাশরাফি: শোয়েব আখতার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৬ ২৭ এপ্রিল ২০১৯  

আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজাকেই সেরা অধিনায়ক হিসেবে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার। দেশটির টিভি চ্যানেল পিটিভি স্পোর্টসে ‘গেম অন হ্যায়’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শোয়েব বলেন, আমি তো মনে করি এই বিশ্বকাপের সেরা অধিনায়ক মাশরাফি।
২০১৫ বিশ্বকাপের আগ থেকেই মাশরাফির নেতৃত্বে পাল্টে গেছে বাংলাদেশের পারফরম্যান্সের চিত্র। ওই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল টাইগাররা। বিশ্বকাপ শেষেও নিজেদের সেরা পারফরম্যান্স আন্তর্জাতিক অঙ্গনে করেছে তারা।
ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেও চমক দেখিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে টাইগাররা। সবশেষ এশিয়া কাপের ফাইনালে খেলেছে তারা। এর আগে নিদাহাস ট্রফির ফাইনাল খেলে মাশরাফি বাহিনী।
আসন্ন বিশ্বকাপে ভালো করতে হলে বাংলাদেশের ব্যাটসম্যান-পেসারদের দারুণ পারফরম করতে হবে বরে জানান শোয়েব। তিনি বলেন, দলের ব্যাটসম্যানদের ভালো করতে হবে। পাশাপাশি পেসারদের ভূমিকা রাখতে হবে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর