ঢাকা, ০৮ সেপ্টেম্বর সোমবার, ২০২৫ || ২৪ ভাদ্র ১৪৩২
good-food
৪৩৩

ছেলের ছবি প্রকাশ করে দোয়া চাইলেন সাকিব

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৪৩ ১৭ জুলাই ২০২১  

গত মার্চে ছেলে সন্তানের বাবা হয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এখন পর্যন্ত সাকিব কিংবা তার স্ত্রী শিশির নবজাতকের কোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেননি। তবে অবশেষে নিরবতা ভেঙ্গে সন্তানের ছবি প্রকাশ করলেন সাকিব।

 

অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাকিব বলেন, ‘আমার ছেলে সন্তান আইজাহ। সবাই তার জন্য দোয়া করবেন।’ গত ১ জানুয়ারির সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তৃতীয় সন্তান আসার খবর জানান সাকিব। তখন সাকিব তার পোস্টে লিখেছিলেন— ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’


এর আগে গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় সন্তানের বাবা হন সাকিব। মেয়ের নাম রাখেন এরাম হাসান। সাকিবের প্রথম সন্তান আলাইনার জন্ম ২০১৫ সালে।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর