ঢাকা, ০৩ জুলাই বৃহস্পতিবার, ২০২৫ || ১৯ আষাঢ় ১৪৩২
good-food
৫১৭

রাঙ্গা বাদ: জাপার নতুন মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৪২ ২৬ জুলাই ২০২০  

সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যুর এক বছর পর মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে সরিয়ে দেয়া হলো। দলে শুরু হয়েছে ভাঙা গড়ার খেলা। বাদ পড়া সাবেক মহাসচিব ভাগ্নি জামাই বাবলুকে নতুন মহাসচিব নিয়োগ দেয়া হয়েছে। 
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের রোববার এক সাংগঠনিক আদেশে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে দলের মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন।  

দলের চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চেয়ারম্যানের এক সাংগঠনিক আদেশে জিয়াউদ্দিন আহমেদ বাবলু মহাসচিব হিসেবে মশিউর রহমান রাঙ্গার স্থলাভিষিক্ত হবেন।

জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১(১) ক উপধারা এর প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ অদ্য ২৬ জুলাই থেকে কার্যকর হবে।
একটি সূত্র জানায়, রংপুরে রাঙ্গার সমর্থন বেশ হ্রাস পেয়েছিল। সম্প্রতি ভাতিজা আসিফের বহিস্কারাদেশ প্রত্যাহার করেছেন জাপার চেয়ারম্যান। এখন রাঙ্গাকে সরিয়ে দিয়ে পার্টিতে নিজের অবস্থান শক্ত করলেন জিএমকাদের।