ঢাকা, ০৩ জুলাই বৃহস্পতিবার, ২০২৫ || ১৮ আষাঢ় ১৪৩২
good-food
১৫৮১

কর্নিয়ার কণ্ঠে ‘মন খারাপের দিন’

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৫৩ ৩১ জুলাই ২০১৯  

ঈদুল আজহা উপলক্ষে নতুন একটি গান নিয়ে হাজির হচ্ছেন চলতি সময়ের আলোচিত কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়া। গানটির শিরোনাম ‘মন খারাপের দিন’। ফয়সাল রাব্বিকীনের কথা-সুরে গানটির সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। সম্প্রতি সফট রক ঘরানার গানটিতে কণ্ঠ দিয়েছেন কর্নিয়া। আগস্টের প্রথম সপ্তাহের শেষে অথবা দ্বিতীয় সপ্তাহের প্রথমেই গানটি প্রকাশ হবে।

গানটি প্রসঙ্গে কর্নিয়া বলেন, ফয়সাল রাব্বিকীন ভাইয়ের কথা ও সুরে একেবারে অন্যরকম একটি গানে কণ্ঠ দিলাম। গতানুগতিক ধারার বাইরের। আমি বেশ উপভোগ করে গেয়েছি গানটি। আমার বিশ্বাস গানটি শ্রোতাদেরও ভালো লাগবে। ফয়সাল রাব্বিকীন বলেন, কর্নিয়ার কথা চিন্তা করেই ‘মন খারাপের দিন’ গানটির কথা ও সুর করা। সে গানটি গেয়েছেও দারুণ। আগস্টের প্রথম দিকেই সিডি চয়েসের ব্যানারে গানটি প্রকাশ হওয়ার কথা রয়েছে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর