ঢাকা, ০২ জানুয়ারি শুক্রবার, ২০২৬ || ১৮ পৌষ ১৪৩২
good-food
২৫৯

শাকিবের বরবাদে আইটেম গার্ল নুসরাত

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:৪২ ২৬ নভেম্বর ২০২৪  

ঢালিউড অভিনেতা শাকিব খানের পরবর্তী সিনেমা ‘বরবাদ’-এ  আইটেম গানে দেখা যাবে টালিউডের অভিনেত্রী নুসরাত জাহানকে।  ২০২৫ সালের ঈদ সামনে রেখে ছবিটি নির্মাণ করা হচ্ছে। এতে বরাবরের মতোই শাকিবের বিপরীতে জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল। সেই ‘বরবাদ’-এ দেখা যাবে নুসরাতকে আইটেম গার্ল হিসেবে। 

 

অভিনেত্রী নুসরাত জাহান ‘বরবাদ’ সিনেমার আইটেম গানে পর্দা মাতাবেন। ভারতীয় একটি ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন এ অভিনেত্রী। এর মধ্যেই মুম্বাইয়ে শুটিং সম্পন্ন হয়েছে গানটির।

 

নুসরাত বলেন, একটা ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সবসময় ভালো হয়। শাকিবের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এখনই কিছু বলতে চাই না, জাস্ট ওয়েট ফর দ্য সং। আমি নিজেও অপেক্ষায় রয়েছি। তবে আমার অভিজ্ঞতা বলছে— দর্শক কাজটি অবশ্যই পছন্দ করবেন।

 

উল্লেখ্য, শাকিবের সঙ্গে এর আগে ‘নাকাব’ ছবিতে অভিনয় করেছিলেন নুসরাত জাহান। এবার আইটেম গানে মঞ্চ মাতাবেন এ অভিনেত্রী। এ ছাড়া ‘বরবাদ’ সিনেমায় নুসরাত ছাড়াও অভিনয় করেছেন কলকাতার অভিনেতা যিশু সেনগুপ্তসহ বাংলাদেশের নামিদামি শিল্পীরা।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর